ইতিহাসের সেরা খেলোয়াড় আমি : রোনালদো

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মেসি-নেইমারদের হারিয়ে টানা দ্বিতীয় ও মোট পঞ্চমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। আর এ পুরস্কার জয়ের পর নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন পর্তুগালের এই অধিনায়ক।

ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি সবার সিদ্ধান্তকেই সম্মান করি। তবে কখনও আমি এমন কাউকে দেখিনি যে আমার চেয়ে ভালো। আমি যা করি, কোনো খেলোয়াড়ই তা করতে পারে না। আমার চেয়ে পরিপূর্ণ খেলোয়াড় একজনও নেই। আমি দুই পায়েই ভালো খেলি, দ্রুত দৌড়াই। আমি শক্তিশালী, হেডেও ভালো। আমি গোল করি এবং করাই। অনেকে নেইমার বা মেসিকে সেরা ভাবে। কিন্তু আমি আপনাদের বলবো, আমার চেয়ে পরিপূর্ণ খেলোয়াড় নেই। ভালো ও খারাপ মুহূর্ত উভয় দিক থেকেই আমি ইতিহাসের সেরা খেলোয়াড়।’

ব্যক্তিগত অর্জন নিয়ে রোনালদো আরও বলেন, ‘কেউ আমার চেয়ে বেশি ব্যক্তিগত ট্রফি জিততে পারেনি। আমি শুধু ব্যালন ডি অরের কথা বলছি না। কেউ কেউ মনে করেন এটা জিমের ফলাফল। আসলে এটা অনেক জিনিস সমষ্টি। ফ্লয়েড মেভেদার এবং লেব্রন জেমস মত কিংবদন্তিরা সুযোগ দ্বারা তাদের শীর্ষ পর্যায়ে যেতে পারেনি। শীর্ষে থাকা এবং সেখানে থাকার জন্য, আপনার অন্যদের তুলনায় আরো প্রতিভা থাকতে হবে।’

তবে একটা সময় ব্যালন ডি’অরে মেসির আধিপত্য দেখে খুবই রাগ হতো পর্তুগিজ অধিনায়কের। এ নিয়ে রোনালদো জানান, ‘আমি মেসির আগে ব্যালন ডি’অর জিতলেও এরপরও টানা চারবার জিতে সে আমাকে টপকে যায়। আমি লুকাবো না, তখন আমি বিমর্ষ ও রাগান্বিত ছিলাম। আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতাম, কিন্তু জিততাম না। একটা সময় আমি নিরুৎসাহিত হয়ে পড়ি। আমি অনুষ্ঠানে যেতে চাইতাম না। কেবল ছবি তোলার জন্য যাওয়া আমাকে আগ্রহী করতো না। তারপর, সামান্য সামান্য করে আমি সামনে এগিয়ে চলি। নিজেকে জীবনে শুরু এবং শেষ আছে। এবং ফুটবলে শেষটাই গণনা শেষ হয়, শুরু না। আমি ধৈর্য ধরেছি এবং চারটি ব্যালন ডি’অর জিতেছি।’

Be the first to comment on "ইতিহাসের সেরা খেলোয়াড় আমি : রোনালদো"

Leave a comment

Your email address will not be published.




four × one =