চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Print Friendly, PDF & Email

চবি প্রতিনিধি : পূর্বসূত্রতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সোহরাওয়ার্দী হলের আটটি কক্ষ ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা যায়, শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের অনুসারীরা ‘ব্রাদার্স’ ও ‘মকু’ নামক দুটি ভাগে বিভক্ত। ব্রাদার্সের নেতৃত্বে রয়েছেন বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন এবং মকুর নেতৃত্বে রয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন। এর মধ্যে ‘ব্রাদার্স’ পক্ষটি আলাওল হল ও এ এফ রহমান হলে এবং অপরপক্ষ ‘মকু’ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার পর অর্থাৎ একুশের প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যেতে চাইলে সোহরাওয়ার্দী হলে অবস্থানরত মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। সেই থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবারের সংঘর্ষের বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’