সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১২ টাকা

Print Friendly, PDF & Email

অর্থনৈতিক রিপোর্টার : দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার ১২ টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম নির্ধারণ করেছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

জানা গেছে, ভোজ্যতেলের আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য কম মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছিল গত বছরের মার্চে, গত রোববার তার সময় শেষ হয়ে গেছে। ফলে এখন বেশি ভ্যাট দিয়ে পণ্য খালাস করতে হবে এবং বাজারে ছাড়তে হবে, এ জন্যই ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি করেছিলেন।