কক্সবাজারে গোসলে নেমে পর্যটক বাবা-ছেলের মৃত্যু

Print Friendly, PDF & Email

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে পর্যটক বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তারা। দুপুরে পরিবার নিয়ে গোসলে নামলে স্রোতের টানে ভেসে যায় তারা। খবর পেয়ে লাইফ গার্ড সদস্যারা বাবা ও ছেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে তাদের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।