প্রায় দেড় বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত রুমা-থানচি

Print Friendly, PDF & Email

বান্দরবান প্রতিনিধি : প্রায় দেড় বছর পর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর্যটন কেন্দ্র। আজ শুক্রবার সকাল থেকে এ পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রুমার মুন-নোয়াম পাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। এ ছাড়া থানচি উপজেলায় পর্যটকদের যাত্রার সীমানা নির্ধারণ করা হয়েছে মদক অভিমুখে, তিন্দু-মুখ পর্যন্ত এবং বাকলায় সড়কপথে তুমা-তুঙ্গি পর্যন্ত।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।