অর্থনৈতিক রিপোর্টার : ইদের আগে জমে উঠেছে রাজধানীর কাঁচাবাজারগুলো। সেমাই, গরম মসলা কিনতে ভিড় করছেন ক্রেতারা। গত কয়েক বছরের তুলনায় স্বাভাবিক রয়েছে গরম মসলার দাম। তবে চড়া শশা, গাজর, টমেটোর মতো সালাদের উপকরণের দাম।
ইদের আগে রাজধানী ফাঁকা হলেও যারা ঢাকায় থাকবেন তারাই ভিড় করছেন বাজারে। সবার আগ্রহ সেমাই আর গরম মসলা কিনতে। বাজারে মান ও দামভেদে বিক্রি বেড়েছে সেমাইয়ের। সাধারণ সেমাইয়ের কেজি ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। লাচ্চা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ১৫০০ টাকায়।
বিক্রি বেড়েছে জিরা, এলাচ, লবঙ্গের। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজিতে। টিসিবির হিসাবে যা গতবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৪ শতাংশ কম। এলাচের কোজি ৪০০০ থেকে সাড়ে ৫ হাজার টাকা। আর লবঙ্গ কেনা যাচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে। এবার ইদে মসলার সরবরাহ ভালোয় হওয়ায় দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের।
কোরবানি ইদ বলে চাহিদা কমেছে সবজির। বেগুন, করলা কেনা যাচ্ছে ৫০ টাকার মধ্যে। তবে টমেটো, শশা কিনতে হচ্ছে ১০০ টাকা কেজি। আর গাজরের কেজি ১৫০ টাকা।