হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপে মিলবে যাত্রী সুরক্ষা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক: সুশৃঙ্খল ও সুরক্ষিত মহাসড়ক নিশ্চিতকরণে মানুষের সেবায় হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় হাইওয়ে পুলিশের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপটি উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তরার এডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন অ্যাপটি শুভ উদ্বোধন করেন। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যাপটির সেবাসমূহ নিয়ে আলোচনা করেন।

অ্যাপটি ইনস্টলের মাধ্যমে যেকোনো ব্যক্তি জরুরি সাহায্যের বাটন চেপে স্বয়ংক্রিয়ভাবে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ স্থাপন, রাস্তাঘাট বন্ধ, যানজট ও বিকল্প রাস্তাসহ বিভিন্ন তথ্য পাওয়া, ব্রিজের টোল ও ভাড়ার তালিকা জানতে পারা, হাইওয়ে থানা পুলিশের সকল মোবাইল নম্বরসহ ট্রাভেল ম্যাপের মাধ্যমে ফায়ার স্টেশন, ফিলিং স্টেশন, হাসপাতাল, ওয়ার্কশ, রেস্টুরেন্টের তথ্য ও মোবাইল নম্বর খুব সহজে পাওয়া যাবে।

এছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করাসহ মহাসড়ক নিরাপদ রাখতে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। অ্যাপটি ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

মতবিনিময় সভায় ফরিদপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খানের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় সাংবাদিকসহ হাইওয়ে থানা-পুলিশের কর্মকর্তারা।