ইদে ৬০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

Print Friendly, PDF & Email

অর্থনৈতিক রিপোর্টার : ইদের আগে তিন দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৬০ কোটি ৪০ লাখ ডলার। ইদুল আজহায় পশু কেনাকাটা, পরিবার-পরিজনের বাড়তি খরচসহ উপহার সামগ্রী কেনার প্রস্তুতি চলছে। এসব বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

এই রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না। দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোরবানির ইদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙা হয়, তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায় ব্যবসা-বাণিজ্যেও গতি আসে।

এদিকে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় অনেকেই হুন্ডি না করে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। গত মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।