বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ভয়েজ চ্যাট ফিচারটি এবার সকল গ্রুপের জন্য উন্মুক্ত করা হয়েছে। সম্প্রতি (২২ মে) প্রকাশিত এক ব্লগ পোস্টে বিষয়টি জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে ভয়েজ চ্যাট ফিচারটি নতুন নয়। তবে এতদিন কেবলমাত্র বড় গ্রুপে, অর্থাৎ ৩৩ থেকে ২৫৬ জন ব্যবহারকারীর গ্রুপে উন্মুক্ত ছিল এই ফিচারটি। এবার হোয়াটসঅ্যাপ জানিয়ে দিল, সকল গ্রুপেই ব্যবহার করা যাবে অডিও চ্যাট বা ভয়েজ চ্যাট।
নতুন এই ঘোষণার ফলে ছোট গ্রুপের সদস্যরাও এবার থেকে প্রয়োজন অনুযায়ী গ্রুপ ভয়েজ চ্যাট ব্যবহার করতে পারবেন, অংশ নিতে পারবেন অন্তরঙ্গ আলোচনায়। এর মাধ্যমে অতি পরিচিতদের মধ্যে অন্তরঙ্গ আড্ডা বা মিটিংয়ের সুযোগ তৈরি হলো। অডিও চ্যাটে অংশ নিয়ে ব্যবহারকারীরা পারিবারিক সাক্ষাৎ (ফ্যামিলি মিট-আপ) ও লাইভ ইভেন্টের মতো বিষয়ে আলোচনা করা থেকে শুরু করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আদানপ্রদান করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বা ভয়েজ চ্যাট করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ছোট কিংবা বড় যেকোনো গ্রুপে অডিও বা ভয়েজ চ্যাট করা যায় খুব সহজেই। এজন্য চ্যাটের নিচের দিকে এসে মাইক্রোফোন চিহ্নিত ভয়েজ বা অডিও চ্যাট বাটনটিকে ওপরের দিকে টেনে নিয়ে (সোয়াইপ আপ করে) কয়েক সেকেন্ড ধরে (হোল্ড করে) রাখতে হবে।
গ্রুপের একজন সদস্য ভয়েজ চ্যাট শুরু করলে অন্যদের কাছে নোটিফিকেশন যাবে না বা তাঁদের ফোনে রিংটোন বাজবে না। গ্রুপের বাকী সদস্যরা তাদের সুবিধামতো সময়ে চ্যাটে অংশ নিতে পারবেন এবং ইচ্ছেমতো ভয়েজ চ্যাট (বা হ্যাংআউট) থেকে বের হয়েও যেতে পারবেন।
গ্রুপে পাঠানো ভয়েজ চ্যাটগুলো ব্যবহারকারীর চ্যাটের একেবারে নিচের দিকে দেখা যাবে (পিনড্ হয়ে থাকবে), ফলে ব্যবহারকারী খুব সহজেই কল কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি গ্রুপের কোন সদস্যরা ভয়েজ চ্যাটে যোগ দিয়েছেন তাও দেখে নিতে পারবেন ব্যবহারকারী।
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কল ও মেসেজের মতো গ্রুপের অডিও চ্যাট ফিচারটিও স্বয়ংক্রিয়ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। ফলে গ্রুপের ভয়েজ চ্যাটেও নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে।
তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ ব্লগ, সোশ্যাল মিডিয়া টুডে