যারা নির্বাচনকে বাধা দেয়, তারা গণতন্ত্রবিরোধী: মঈন খান

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : যারা নির্বাচনকে বাধা দেয় তারা গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. জাহিদ বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের ভেবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা ড. ইউনূসকে বিতর্কিত করছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা।

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজনে ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের সম্পত্তি মনে করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করছেন কিছু উপদেষ্টা।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেন, রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের কিচেন কেবিনেট ষড়যন্ত্র চলছে।

এদিকে, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ নির্বাচন বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি করে বিএনপি কোনো অন্যায় করেনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই। তিনি বলেন, গণতান্ত্রিক দলের নির্বাচনের দাবি স্বাভাবিক। বরং যারা নির্বাচনকে বাধা দেয়, তারাই গণতন্ত্রবিরোধী।

মতামতের বৈচিত্র্য মেনে নিয়েই ঐক্যের পথে এগিয়ে যেতে হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।