হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির পথ আটকাল ট্রাম্প প্রশাসন

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সি নতুন করে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তহবিল কাটছাঁটের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম জানান, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই বিদেশি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম প্রত্যাহার করা হয়েছে। একে সব বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি সতর্কবার্তা বলে জানান তিনি।

এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে বেআইনি পদক্ষেপ বলে অভিহিত করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হার্ভার্ড।

এদিকে, গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি হয় ৬ হাজার ৭০০’র বেশি বিদেশি শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটি মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ।