সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Print Friendly, PDF & Email

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি উপজেলার চিনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা, পিতা আব্দুল সাত্তার।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রাজাপাড়া সীমান্তের ১২১১ নম্বর পিলার অতিক্রম করে শামসুল হকসহ ৪-৫ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা ভারতীয় চোরাই পণ্য বহনের উদ্দেশ্যে সীমান্ত পার হচ্ছিলেন। এ সময় ভারতের ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া ক্যাম্প থেকে গুলি চালানো হয়। এতে শামসুল হকের বাম হাতে দুটি ছররা গুলি লাগে এবং তিনি আহত হন।

পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘সকালে শামসুল হক নামের একজন যুবক বাম কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে গেছেন।’

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ‘ভারতীয় সীমান্ত এলাকায় বর্তমানে কারফিউ চলছে। এই অবস্থায় কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে শামসুল হক গুলিবিদ্ধ হন।’