আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) অঙ্গরাজ্যটির সান দিয়েগোতে ভূমিকম্পটি আঘাত হানে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের পর সান দিয়েগো শহরের বাইরের রাস্তাগুলোতে পাথরের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া সান দিয়োগো সাফারি পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, তারাও ভূমিকম্প অনুভব করেছেন। তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাহাড়ি শহর জুলিয়ান থেকে ৪ কিলোমিটার দূরে। তবে ভূমিকম্প অনুভূত হয়েছে ১২০ মাইল দূরের লস এঞ্জেলেস কাউন্টির উত্তরাঞ্চলেও। এরপর বেশ কয়েকটি আফটার শক হয়েছে।
জুলিয়ান শহরের বাসিন্দা পল নেলসন বলেন, ‘ভূমিকম্পের সময় জানালাগুলো প্রচণ্ডভাবে কাঁপছিল, মনে হচ্ছিল সিঙ্গল-পেন জানালাগুলো ফেটে যাবে। উপহারের দোকানের কাউন্টারে থাকা কিছু ছবির ফ্রেম ঝাঁকুনিতে পড়ে গেছে। কিন্তু পর্যটকরা যে সুড়ঙ্গগুলো ঘুরে দেখতে পারেন তার কোনো ক্ষতি হয়নি।’
এর আগে গত রোবারেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান পল নেলসন।
এদিকে সান দিয়েগো কাউন্টির ক্যালিফোর্নিয়া পরিবহণ বিভাগ জুলিয়ান শহরের উত্তর-পশ্চিম স্টেট রুটসহ পাহাড়ি ঢালে এবং রাস্তা ও হাইওয়েতে গাড়ি চালোনার সময় সতর্ক থাকতে বলেছে। কারণ রাস্তাগুলোর ওর পাথরের টুকরো আছড়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
সড়কে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে ক্যালিফোর্নিয়া পরিবহণ বিভাগ। এ ছাড়া ভূমিকম্পের কারণে উত্তর কাউন্টি ট্রানজিট জেলা ট্রেনগুলো বিলম্বে ছেড়েছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ফর সান ডিয়েগো কাউন্টির ক্যাপ্টেন থমাস শ্যুট জানান, মাটি সরে গেলে সতর্কতা হিসেবে স্কুলছাত্রীদের ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি একটি ঝাঁকুনি সতর্কতা পেয়েছিলেন এবং তারপর ধাক্কা অনুভব করতে শুরু করেছিলেন।