প্রথমবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড-সাদারল্যান্ড

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : ভোটের পরিসংখ্যানই যেন বুঝিয়ে দিচ্ছে বছরজুড়ে কতটা দুর্দান্ত ছিলেন ট্রাভিস হেড। ২০২৪ সালে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আজ। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁহাতি ব্যাটার। প্রথমবারের মতো বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার জিতেছেন হেড।

মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন ২০৮ ভোটে। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জশ হ্যাজলউড (১৫৮) ও প্যাট কামিন্স (১৪৭)। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকায় অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে থাকতে পারেননি ৩১ বছর বয়সী ব্যাটার। গেল তিন সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন হেড।

বিশেষ করে টেস্টে অনবদ্য ছিলেন বাঁহাতি ব্যাটার। মোট ১৪২৭ রানের মধ্যে টেস্টে করেছেন ৬০৮ রান। ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে রান করেছেন তিনি। তিন সেঞ্চুরির টানা দুটি হাঁকিয়েছেন ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে।

অন্যদিকে ওয়ানডের ২৫২ রানের বিপরীতে টি-টোয়েন্টিতে রান করেছেন ৫৩৯।

মেয়েদের বর্ষসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। ১৬৮ ভোটে বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন তিনি। ১৪৩ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের বর্ষসেরা অ্যাশলে গার্ডনার। গত বছর একমাত্র টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ২১০ রানের ইনিংস। সব মিলিয়ে গত বছর ৭৯৮ রান করেন। সঙ্গে বল হাতে নেন ৩৪ উইকেট।