ঘরে বসেই দেখা যাবে ফারিণের প্রশংসিত ছবি ‘ফাতিমা’

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : গত বছর ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফাতিমা’ দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিতও হয়েছে ফাতিমা।

গত বছরের ২৪ মে দেশের প্রেক্ষাগৃতে মুক্তি পায় ফাতিমা। এবার ওটিটিতে আসছে প্রশংসিত সিনেমাটি। ভাষা ও ভালোবাসার মাস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বঙ্গতে মুক্তি পাবে এটি।

‘ফাতিমা’ ছবিতে ফারিণের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন।