পল্লবীতে দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার!

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে দুই শিশুসন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম আহাদ। শিশু দুটি নাম জানা যায়নি। বড় শিশুটির বয়স সাত ও ছোটটির বয়স তিন বছর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। জোড়া খুনের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল। তিনি জানান, সকালে হাজিরটেক এলাকার একটি বাসায় দুই শিশুকে গলাকেটে হত্যার খবর পান তারা। সন্তানদের হত্যার পর তাদের বাবা আহাদ নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে প্রথমে আহাদকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে।

পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে গলাকেটে হত্যার পর আহাদ নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান এসআই মাজেদুল।