গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

Print Friendly, PDF & Email
  • বেতনের আশ্বাস

গাজীপুর প্রতিনিধি : বকেয়া বেতনের পরিশোধের আশ্বাস পেয়ে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল বলেন, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক এলাকায় অবরোধ করেন দুটি কারখানার শ্রমিকরা।

পরে এক কারখানায় বেতন পরিশোধের আশ্বাসে ও অপর কাখানায় মালিক-শ্রমিকদের মধ্যে বেতনের পরিশোধের বিষয় নিয়ে আলোচনা শুরু হওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

অপরদিকে, বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের এ্যাপারেলস্-২১ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, মালিক-শ্রমিকদের মধ্যে বেতনের পরিশোধের বিষয় নিয়ে আলোচনা শুরু হওয়ায় প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা।

এছাড়া বাঘের বাজার এলাকায় শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে সমঝোতা-আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে প্রায় পৌনে এক ঘণ্টা পর এ্যাপারেলস-২১ লিমিটেড শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।