বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

Print Friendly, PDF & Email

বেনাপোল প্রতিনিধি : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের পেট্রাপোল সীমান্তের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের পর সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি রফতানি। ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান. রোববার দুপুরে পশ্চিমবঙ্গের বৃহৎ স্থলবন্দর পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিতশাহ। এ কারণে নিরাপত্তার জন্যে শনি ও রবিবার আমদানি রফতানি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন ভারতের পেট্রাপোল বন্দর কতৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতর। শুক্রবার ছিল সরকারি ছুটি। ফলে টানা ৩দিন এ বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ ছিলো।

বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার বলেন, বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক হয়েছে। গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন কাজ চলবে জানান তিনি।