বিনোদন ডেস্ক : প্রদর্শনীর অনুমোদন পেল না অনন্য মামুন নির্মিত ছবি ‘মেকআপ’। প্রদর্শনী অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছবিটি। রোববার (২৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে এটিই প্রথম নয় নয়, এর আগেও সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ হয়েছিল ছবিটি। সেখানে ছবিটি নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। এবার সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল আবেদনের নিয়ম সংক্রান্ত কারণে এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত সিনেমা মেকআপ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।