স্টাফ রিপোর্টার : ঢাকার আশুলিয়ায় সংঘাতে আহত পোশাক কর্মী চম্পা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানান সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক।
চম্পার মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেলের রেজিস্টারে লেখা হয়েছে, শারীরিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
গত বুধবার আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হন।
তাদের মধ্যে আছেন- জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের প্রিন্টিং অপারেটর মোর্শেদা বেগম (৩৫), সুইং অপারেটর চম্পা খাতুন (২২), শ্রমিক ববিতা আক্তার এবং সুসুকা গার্মেন্টেসের শ্রমিক হালিমা খাতুন। তাদের মধ্যে ‘গুলিবিদ্ধ’ মোরশেদা ও চম্পাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানিয়েছিলেন তাদের সহকর্মীরা।
চার মাসের বকেয়া বেতনের দাবিতে জেনারেশন নেক্সট ফ্যাশনের কর্মীদের আন্দোলনের তৃতীয় দিনে ওই সংঘাত ঘটেছিল। আন্দোলনে সংহতি জানিয়েছিল সুসুকাসহ আশপাশের কারখানার শ্রমিকরা।