চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের তিনদিন পর এক আওয়ামী লীগ নেতার অর্ধগলিত লাশ ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মীরসরাই সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামালের দোকান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আবু তাহের ভূঁইয়া (৫২) একই এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি। ঝোপের ভেতরে তার লাশ পড়ে ছিল। লাশের শরীরে পচন ধরার প্রাথমিক সুরতহালে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।’
তিনি আরও বলেন, ‘তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পরিবার থেকে এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’