স্পোর্টস ডেস্ক : ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। সেই নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বাফুফে একটি নির্দেশনা জারি করেছে। কোনো প্রার্থী প্রচার প্রচারণায় লোগো ব্যবহার করতে পারবে না। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই বিজ্ঞপ্তি জারি করেন।
দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। এই সংস্থার লোগো ব্যবহার বিধি নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন নেই। ফলে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটি ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি বাফুফে নির্বাচনে প্রায় সকল প্রার্থী তাদের কার্ডে বাফুফের লোগো ব্যবহার করেছে। বিভিন্ন নির্বাচনী সভাতেও ছিল বাফুফের লোগো।
বাফুফে নির্বাচনী বিধিমালায় লোগো ব্যবহার নিয়ে কোনো নির্দেশনা নেই। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘ আমাদের নিষেধাজ্ঞা নাই, বাফুফের আপত্তি করার অধিকার রয়েছে। ‘ গত দুই দিন এ নিয়ে আলোচনার পর বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছে এই সংক্রান্ত। সাধারণ সম্পাদকের বিজ্ঞপ্তির তারিখ ২২ অক্টোবর হলেও আজ সকালে বাফুফের ফেসবুক পেজে এটি শেয়ার হয়েছে।