কোটা বাতিলের দাবিতে ঢাবিতে ক্লাস বর্জনের ডাক

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসাবে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।

জানা গেছে, ইতিমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, বাণিজ্য অনুষদ, বিজ্ঞান অনুষদসহ অধিকাংশ অনুষদের বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালে মীমাংসিত একটি বিষয় নতুন করে আবার সামনে আনা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। যতদিন আমাদের দাবি না আদায় হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী হাবিবা তনু বলেন, আমরা সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল চাই না। আমরা এই সিদ্ধান্ত বাতিল চাই। আমাদের বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমাদের দাবি মানা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

৪ দফা দাবিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো: ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যাতীত), সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা।