রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

Print Friendly, PDF & Email

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

নিহত হলো উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ -১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেন এর পুত্র খাইরুল আমিন(৩৬)।নিহত যুবক আরএসও সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার(১৫ জুন)রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ( আরএসও) এর সদস্য জমির হোসেনের পুত্র মোঃ খাইরুল আমিন(৩৬)কে আরসা কমান্ডার সলিম এর নেতৃত্বে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ভিক্টিমের শেড থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর পাশ্ববর্তী উখিয়ার মোছারখোলা বাঙ্গালী পাড়া ধান ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় খাইরুল আমিনের লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।