বিনোদন ডেস্ক : তেলাপোকা দেখে চিৎকার করে না এমন নারী কম নয়। এ ভয়ের একটা নামও আছে। তেলাপোকা ভীতিকে বলে ‘ক্যাটসারিডাফোবিয়া’। অবশ্য কেউ কেউ বলেন, তেলাপোকার তেলতেলে শরীরটাই ভয়ের কারণ। কাঁটাযুক্ত পা ও এর বিদঘুটে গন্ধে অনেকের গা গোলায়। আর ওই রোমশ পা যদি গায়ে উঠে পড়ে, তবে তো কথাই নেই। শুনেই শিরশির করে ওঠে শরীর। তেলাপোকার পছন্দ অন্ধকার ও নোংরা জায়গায় থাকা।
সাধারণ ঘরের মধ্যে তেলাপোকা দেখে সব নারীই ঘৃণায় চিৎকার করেন। তবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন রকম। অনেক বছর আগে সিমি গারেওয়ালের জনপ্রিয় টেলিভিশন শোতে আমন্ত্রিত হয়েছিলেন ঐশ্বরিয়া। সাক্ষাৎকারের মাঝে হঠাৎই ঐশ্বরিয়াকে ইশারা করে মাটির দিকে তাকিয়ে সিমি বলেন, ‘ওমা তেলাপোকা’। সেই তেলাপোকা দেখে ঐশ্বরিয়া কী করেছিলেন জানেন?
না, তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েননি। চিৎকারও করেননি। মার্জিতভাবেই বসে ছিলেন। তবে তেলাপোকা দেখে ভয়ে তার চোখ-মুখের ভঙ্গি পাল্টে গিয়েছিল ঠিকই। ভয়কে দারুণভাবে সামলেও নিয়েছিলেন। একগাল হেসে তেলাপোকার দিকে তাকিয়ে ‘হ্যালো’ বলেছিলেন ঐশ্বরিয়া।
একটু পরেই প্রোডাকশনের ছেলেদের ডেকে নেন সিমি। বিরক্তির সুরে তাদের বলেন, ‘তেলাপোকাটা ঐশ্বরিয়ার একেবারে কাছে চলে যাচ্ছে। তাড়াতাড়ি হটাও।’
ঐশ্বরিয়া হাসতে- হাসতে জিজ্ঞেস করেছিলেন, ‘আমি আসব জেনে কেউ একটা তেলাপোকা ছেড়েছে, এটা কার প্ল্যানিং?’ এরপর একটি কাপড়ে মুড়িয়ে তেলাপোকাটি তুলে নিয়ে যাওয়া হয়। সিমি বলেন, ‘আমার সেটে আগে কোনোদিন তেলাপোকা দেখিনি। এটাই প্রথম।’