ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফুলার রোডের একটি বাসায় আদ্রিতা বিনতে মোশারফ (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ঢাবি শিক্ষক অধ্যাপক ড. মোশারফ হোসেন জানান, তার মেয়ে ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। মাথাব্যথার কারণে কাবু হয়ে যেত প্রায়ই। নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আদ্রিতা। আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে অচেতন অবস্থায় নিয়ে আসি। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা মজলিশপুরে। বর্তমানে ঢাবির ফুলার রোড ১৯ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।