বাংলাদেশে মানবাধিকার সংস্কারের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদ শুরু হয়েছে এবং এই মেয়াদে দমনমূলক প্রবণতা রোধে বৃহত্তর মানবাধিকার সংস্কার করার জন্য জাতিসংঘ বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে রাজনৈতিক সংলাপ ও অংশগ্রহণ পুনঃপ্রতিষ্ঠা হবে বলে মনে করেন তারা।

ক্লেমেন্ট নাইয়ালেসুসি ভল, মার্গারেট সাটারথুওয়েট, ম্যারি ললার, আইরিন খান, প্রিয়া গোপালান, ম্যাথু গিলেট, গান্না ইউদকিভস্কা, মিরিয়াম এসট্রাডা-ক্যাস্টিলো এবং মুম্বা মালিলা বুধবার (২৪ জানুয়ারি) এই বিবৃতি দেন। তারা স্বাধীনভাবে জাতিসংঘে বিভিন্ন ইস্যুতে কাজ করে থাকেন।

বিবৃতিতে বলা হয় সুশীল সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিককর্মীদের ওপর হামলা, হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় বিশেষজ্ঞরা শঙ্কিত। জানা যায়, নির্বাচনের সময় প্রায় ২৫ হাজার বিরোধী দলের নেতা ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে এবং নির্বাচন সহিংসতায় ৫৬ জন মারা গেছে। ওইসব ঘটনার কোনও নিরপেক্ষ তদন্ত করা হয়নি বলে জানান বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা অবিলম্বে এবং নিংশর্তভাবে যেসব সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিককর্মীর বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ নেই বা অভিযোগগুলো অসামঞ্জস্যপূর্ণ তাদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের আহ্বান জানান।