রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে বাসচাপায় শিশু যাত্রীসহ এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের একদিলতলা এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বড়াইল এলাকার শাহাদত হোসেনের ছেলে মো. সিরাজ (৫০) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুল্লাহ (১২)। আহতরা হলেন, নিহত শিশুর বাবা আব্দুল কুদ্দুস ও তার বোন মোছা. নাফিজা।
মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) তাছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নওগাঁ থেকে একটি বাস রাজশাহীর দিকে আসছিল। এসময় মোহনপুর থেকে কেশরহাটের দিকে ভ্যানটি যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। জনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।