রণবীরকে চর মেরে নিজেই কেঁদেছিলেন রাশমিকা

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : কদিন আগেই সিনেমা হলে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। ছবির সাফল্যের রেশ এখনও রয়েছে। পক্ষ-বিপক্ষের মতামত যাই থাকুক, বক্স অফিসের নিরিখে ব্লকবাস্টার সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি। এবার ছবির নেপথ্যের কাহিনি জানালেন এর নায়িকা রাশমিকা মন্দানা।

‘অ্যানিম্যাল’-এর রণবীর কাপুরের চরিত্র রণবিজয়ের স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে গীতাঞ্জলির বিশ্বাস ভঙ্গ করে রণবিজয়। বাবার শত্রুদের তথ্য পেতে সে তাদের পাঠানো চর জোয়ার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেই কথা নিজমুখে গীতাঞ্জলিকেও জানায়। স্বামীর এই সত্যি জেনে মেজাজ হারায় গীতাঞ্জলি। রণবিজয়কে কষিয়ে চড় মারে সে। তার পর তীব্র অশান্তি।

এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই কেঁদেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানান, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে বলেছিলেন, চিত্রনাট্য ভুলে যাও। তুমি এই সময় যা অনুভব করতে, যেভাবে রিঅ্যাক্ট করতে তাই-ই করো। পরিচালকের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি।

অভিনেত্রী জানান, সেই সময় তার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। তিনি পরিস্থিতি অনুযায়ী রিঅ্যাক্ট করছিলেন। কেঁদে ফেলেছিলেন। পরে আবার রণবীরের কাছেও গিয়েছিলেন রাশমিকা। তাকে বারবার প্রশ্ন করছিলেন, তুমি ঠিক আছো? সিনটা ঠিক ছিল? রণবীরের কী প্রতিক্রিয়া ছিল তা অভিনেত্রী জানাননি। তবে তিনি এই দৃশ্যে সন্তুষ্ট বলেই জানান। উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে ‘অ্যানিম্যাল’ দেখা যাবে বলেই খবর।