ঢাকায় অভিনেত্রী শর্মিলা ঠাকুর

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ (২০ জানুয়ারি)। দেশের সবচেয়ে বড় এ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকায় এসেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

আয়োজক সুত্রে জানা গেছে, ১৯ জানুয়ারি সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন শর্মিলা ঠাকুর। ৯ দিনব্যাপী এ উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন তিনি। উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করছেন এ অভিনেত্রী।

আজ বিকাল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এ উৎসবের অংশ হিসেবে ২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজন করা হবে।

২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্যামসন লাউঞ্জে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কনফারেন্স উদ্বোধন করবেন শর্মিলা ঠাকুর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

২৮ জানুয়ারি উৎসবের সমাপনী আয়োজনেও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউডের এ অভিনেত্রী। ২৯ জানুয়ারি ভারতে ফিরবেন তিনি বলে জানা গেছে।