স্পোর্টস ডেস্ক : দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে একটি স্টোরি প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চমকে দিলেন শোয়েব। এর মধ্যেই নতুন স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।
শনিবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন শোয়েব।বর-কনে সাজে দুইজনের ছবি দুটির ক্যাপশনে শোয়েব লেখেন, ‘সৃষ্টিকর্তা আমাদের জোড়ায় তৈরি করেছেন।’ জানা গেছে, তার স্ত্রীর নাম সানা জাভেদ। তিনি পাকিস্তানি টিভি অভিনেত্রী।