এবার তিনটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান!

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : বিগত বছরটা বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এক ক্যালেন্ডারেই পরপর তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন কিং খান। এর মধ্যেই দুইটি ছবি ১ হাজার রুপির বেশি বক্স অফিস কালেকশন করেছে।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের শুরুটা সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমা দিয়ে করবেন শাহরুখ। ইতোমধ্যেই নাকি এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। আগামী মে-জুন মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের সঙ্গে সিনেমা প্রসঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন পরিচালক। তিনি নিজেও সিনেমাটি করতে আগ্রহ দেখিয়েছেন।

২০২৩ সালে শাহরুখর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২৪ সালেও তিনটি সিনেমা মুক্তি দেবেন শাহরুখ।

যদিও বর্তমানে পরিবারকে নিয়ে লন্ডনে অবকাশ যাপন করছেন শাহরুখ। সেখানেই বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট পড়েছেন তিনি। ছুটি কাটিয়ে দেশে ফিরেই তিনটি সিনেমা ফাইনাল করবেন এই অভিনেতা।

সূত্রমতে, চলতি মাসেই পরবর্তী তিনটি সিনেমার ঘোষণা দিতে পারেন শাহরুখ। এরপর নেমে পড়বেন শুটিংয়ে। ২০২৩ সালের ধারাবাহিকতা ২৪ সালেও ধরে রাখতে চাইবেন কিং খান।