আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। সেখানকার বাজার পরিস্থিতির এতটাই বিপর্যয় ঘটেছে যে, দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এক ডজন দিমের দাম ৪০০ রুপিতে পৌঁছেছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদবেন অনুযায়ী, পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সেখানে মাত্র ১২টি ডিমের দাম ৪০০ রুপিতে স্পর্শ করেছে। এ ছাড়া লাহোরে এক কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপিতে। যদিও সরকার পিঁয়াজের দাম ১৭৫ রুপি নির্ধারণ করে দিয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে। গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল। সূত্র: পাকিস্তান টুডে