তেজগাঁওয়ে বস্তিতে আগুনে দুজনের মৃত্যু

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজনের আহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার, মিরপুরসহ আশ-পাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ভোর ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় ও আগুন লাগার কারণ জানা যায়নি।