কেরানীগঞ্জে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালক মো. কাউসার (২৭) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সকালের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রাস্তায় পড়ে থাকলে পথচারিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে।

তিনি জানান, আমাদের বাড়ি বরিশাল। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পথচারিরা চালককে আহত অবস্থায় ঢামেকে ভর্তি করে দিয়েছে।