অর্থনৈতিক রিপোর্টার : দেশের ব্যাংকগুলোর আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। আগামী মার্চ থেকে নতুন ছকে প্রতি তিন মাস অন্তর এ তথ্য দিতে হবে।
রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২১ সালে জারি করা সার্কুলারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল এই দুইটি খাতের এবং ২০২২ সালের সার্কুলারে ট্রেডিং পণ্য ও কৃষিজাত পণ্য খাতের পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) সুবিধা অন্তর্ভুক্ত করা হয়। এসব খাতের পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য নতুন ছকে প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে হবে।
এ নির্দেশনা চলতি বছরের মার্চে সমাপ্ত ত্রৈমাসিক থেকে কার্যকর হবে। আগে জারি করা এ সংক্রান্ত অন্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।