ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Print Friendly, PDF & Email

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মো. ফুয়াদ কাজী (৩৭) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে মসজিদবাড়ি এলাকা থেকে ফুয়াদ কাজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফুয়াদ কাজী উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছিলেন। তার বাবার নাম মকবুল হোসেন কাজী। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দবুড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছে, তা দ্রুত খুঁজে বের করা হবে।