- ইসি
স্টাফ রিপোর্টার : দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম সাত ঘণ্টায় সারা দেশে ২৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট পড়ার এই হিসাব নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তুলে ধরেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান, এই সময়ের মধ্যে ঢাকা বিভাগের ভোট পড়েছে ২৫%, চট্টগ্রাম বিভাগে ২৭%, খুলনা বিভাগে ৩২%, সিলেট বিভাগে ২২%, ময়মনসিংহ বিভাগে ২৯%, রাজশাহী বিভাগে ২৬%, রংপুর বিভাগে ২৬% এবং বরিশাল বিভাগে ৩১% ভোট পড়েছে।
এর আগে ভোটের প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান অবশ্য আশা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত ভোটের হার ৫০ শতাংশ ছাড়াতে পারে।
ঢাকা ১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করি।”
বিএনপিসহ সমমনা দলগুলো ভোট বর্জনের মধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোট হচ্ছে রোববার। দেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ব্যালট পেপারে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবার নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে ১১ কোটি ৯৩ লাখের বেশি ভোটার রায় দিচ্ছেন। মোট ১৯৬৯ প্রার্থীর মধ্যে ৪৩৭ জন লড়ছেন স্বতন্ত্র হয়ে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩২ জন।
ভোট গ্রহণকালে বেলা ৩টা পর্যন্ত সাতটি কেন্দ্র বাতিল করা হয়েছে বলে জানান ইসি সচিব জাহাংগীর। তবে কোন কোন কেন্দ্র বাতিল করা হয়েছে তিনি জানাননি।
দুপুরের ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন, বেলা ১২টা পর্যন্ত নরসিংদীতে একটি এবং নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল।
জাল ভোট দেওয়ার জন্য তিনজনকে সাজা দেওয়া হয়েছে বলে সে সময় জানিয়েছিলেন এই ইসি কর্মকর্তা।
এবার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’র মাধ্যমে আসনভিত্তিক ভোটের তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এবার একনজরে দেখে নেয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-
ভোটগ্রহণ:
সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
আসন:
ভোট ২৯৯ আসন। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটার:
মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।
কেন্দ্র ও ভোটকক্ষ:
৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
ভোটের পদ্ধতি:
সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হবে।