সহজ জয়ে শেষ ষোলোয় রিয়াল

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির দল আরানদিনার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দুর্বল প্রতিপক্ষ হওয়ায় দলের গুরুত্বপূর্ন সদস্যদের ছাড়াই একাদশ সাজিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। টনি ক্রুজ-ভিনিসিয়ুসরা না থাকলেও এ দিন ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা, সেই সঙ্গে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিটও।

শক্তিতে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে রিয়ালের স্কোয়াডে ছিলেন না টনি ক্রুস, অরেলিয়া চুয়ামেনি ও সদ্য চোট কাটিয়ে দলে ফেরা ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি শুরুর একাদশে ছিলেন না রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল, আন্টোনিও রুডিগারও।

দলের নিয়মিত ফুটবলারদের ছাড়া মাঠে নেমেও এদিন প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলেছে রিয়াল। আরানদিনার মাঠে খেলতে নেমে লড়াই অনেকতা একপেশেই করে রেখেছিল আনচেলত্তি শিষ্যরা। পুরো ম্যাচের ৭৮ শতাংশ সময়েই কাল বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়েই রেখেছেন লস ব্লাঙ্কোসরা।

তবে প্রতিপক্ষকে চাপে রাখলেও এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর আরানদিনার ডি বক্সে ব্রাহিম দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মাদ্রিদ। আর স্পট কিকে গোল করে ডেডলক ভাঙেন জোসেলু। লিড নেয়ার পরের মিনিটেই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ।

দুই গলে এগিয়ে যাওয়ার পর আর্দা গুলের ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে ফেদে ভালভেরদে ও রদ্রিগোকে নামান আনচেলত্তি। বদলি নামা রদ্রিগোই অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে আরও একটি গোল করেন। এরপর নাচো নিজেদের জালেই বল জড়ালে একটি গোল পায় আরানদিনাও। তবুও ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।