স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নির্বাচন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াসহ সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের সমন্বিত পর্যবেক্ষক দল। রোববার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে সংবাদমাধ্যমের কাছে এ প্রতিক্রয়া ব্যক্ত করেন তারা।
তিন দেশ থেকে আসা তিন সদস্যের এ প্রতিনিধি দল দুপুর দেড়টায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াব এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসে। এসময় ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখে অভিভূত হন তারা।
কেন্দ্রটির কয়েকটি ভোটকক্ষ এবং ভোটগ্রহণের বুথ ঘুরে দেখেন পর্যবেক্ষকরা। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ভোটারদের সঙ্গেও সাবলীলভাবে কথা বলেন।
পরে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা করেন পর্যবেক্ষক দলটির সদস্যরা।
সংবাদমাধ্যমের কাছে তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাত থেকে আটটি ভোটকেন্দ্র পরিদর্শন করে এত ভোটারের উপস্থিতি ও ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা খুবই সন্তুষ্ট এবং ভীষণ আশাবাদী।
রাজধানীর বাইরে ৪০-৭০ শতাংশ ভোটারের উপস্থিতি দেখে বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন তারা। বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের এ পর্যবেক্ষক দল।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদের ভোটের পরিস্থিতি দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন বিদেশি পর্যবেক্ষকরা। রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর ভিকারুননিসা নূন কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন চীন, মরিশাস ও উজবেকিস্তানের পাঁচ পর্যবেক্ষক।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও অস্ট্রেলিয়ার তিন জনের একটি দল। ফিলিস্তিনের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে দেশটির পর্যবেক্ষক দল।
ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। এ দলের নেতৃত্ব দিচ্ছেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরেট ব্রুজ।
রাজধানীর ভিকারুননিসা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে যুক্তরাজ্যের সংসদ মার্টিন ডে বলেন, ভোটার উপস্থিতি যথেষ্ট না হলেও ভোটের পরিবেশ ভালো।
সকাল ১১টায় এই কেন্দ্রে যান মার্কিন ও জাপানিজ তিন পর্যবেক্ষক। এ সময় পর্যবেক্ষকরা বলেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবেই চলছে ভোটগ্রহণ।’