প্রথমবার ভোট দিলেন নিক্সনকন্যা নাজুরা

Print Friendly, PDF & Email

ফরিদপুর প্রতিনিধি : প্রথমবারের মতো ভোট দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকন্যা নাজুরা মুজিব চৌধুরী। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

প্রথমবার ভোট দেওয়ার অনভূতি জানিয়ে নিক্সন-কন্যা বলেন, ‘খুব ভালো লাগছে ভোট দিয়ে। এটা আমার প্রথমবার ভোট। এটা গণতান্ত্রিক অধিকার। আমি অনেক দিন অপেক্ষা করেছি যে আমি ভোট দেবো নিজের দেশের জন্য।’

এ সময় নাজুরা সুষ্ঠু নির্বাচনের আশা করেন। তিনি বলেন, ‘আশা করি, সুষ্ঠু নির্বাচন হবে। ইনশাআল্লাহ ঈগল মার্কার জয় হবে ফরিদপুর-৪ আসনে।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়ন ও মূল্যায়নের বিশ্বাসী জনগণ আমাকে ভোট দিয়ে তৃতীয়বারেও নির্বাচিত করবেন। মানুষ এখন অনেক সচেতন তারা বুঝতে পারে কে তাদের সুখে দুখে পাশে থাকে। রোববার সকালে ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিয়ে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।