স্পোর্টস ডেস্ক : ফার্নান্দো দিনিজের ওপর আর আস্থা রাখতে পারলো না ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব নেওয়া ফ্লুমিনেন্স কোচকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সিবিএফ সভাপতির এডনালদো রদ্রিগেজ পদ ফিরে পাওয়ার পরই সেলোসাওদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ৪৯ বছর বয়সী দিনিজ। এমনটায় জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবো।
শনিবার (৬ জানুয়ারি) এক অফিসিয়াল বার্তায় দিনিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে সিবিএফ।
২০২৩ সালের জুলাই মাসে ১ বছরের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। একই সঙ্গে ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বহিস্কৃত সেলেসাও কোচ। তবে টানা ব্যর্থতায় অন্তবর্তীকালীন চুক্তির মেয়াদও পূরণ করতে পারলেন না দিনিজ।
দিনিজকে বিদায়ী বার্তায় সিবিএফ জানায়েছে, ‘দিনিজের তার সংক্ষিপ্ত সময়ের কাজের জন্য ধন্যবাদ। স্বল্প সময়ে দায়িত্ব নিয়ে যে আন্তরিকতা দেখিয়েছে এবং ব্রাজিল দলকে পুনরিজ্জীবিত করতে চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ সন্তুষ্ট। আমরা দিনিজের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি জানিয়েছিলেন ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু সদ্যই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ইতালিয়ান কোচের নতুন চুক্তি সাক্ষর করায় বাধ্য হয়েই নতুন কাউকে সন্ধান করছে সিবিএফ। রিও ডে জেনিরোর আদালতে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের বহিস্কার আদেশ প্রত্যাহার করার একদিনের মাথায় বহিস্কার করা হলো দিনিজকে।
ব্রাজিলের দায়িত্ব গ্রহণের প্রথম দিকে সফল হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যর্থতায় ঢাকা পড়েন দিনিজ। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৬টি ম্যাচ খেললেও জয় পেয়েছে মাত্র দুটিতে। এ ছাড়া একটি ড্রয়ের বিপরীতে হারের স্বাদ পেয়েছে তিনটি ম্যাচে। তাছাড়া কনমেবল অঞ্চলে ১০ দলের মধ্যে সেলেসাওদের অবস্থান ৬ নম্বরে। এ কারণেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব থেকে ছাঁটাই হলেন ব্রাজিলের গার্দিওলা’ খ্যাত দিনিজ।