কারাগার থেকে মুক্তি পেলেন প্রেমিকাকে খুন করা পিস্টোরিয়াস

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক অলিম্পিক দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে তাকে ১১ বছর আগে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার শোধনাগার সার্ভিস বিভাগ এক বিবৃতিতে জানায়, তাকে গণ শোধনাগার ব্যবস্থায় নেওয়া হয়েছিল এবং এখন তিনি ঘরে আছেন।

প্যারোলের শর্ত অনুযায়ী, পিস্টোরিয়াস সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। ২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ২৯ বছর বয়সী মডেল স্টিনক্যাম্পকে বাথরুমের দরজা দিয়ে চারবার গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস।

স্টিনক্যাম্পকে ইচ্ছা করে হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন পিস্টোরিয়াস। তার দাবি, ডাকাত ভেবে গুলি করেছিলেন । ২০১৪ সালে উচ্চ আদালতের এক রায়ে অনিচ্ছাকৃত হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরের বছর আপিলের পর দোষী সাব্যস্ত করে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।