আন্তর্জাতিক ডেস্ক : ৪৮তম বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৪৭৮ জন যুদ্ধবন্দিকে বিনিময় করেছে তারা। এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময় বলে দাবি করেছে কিয়েভ কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, সশস্ত্র বাহিনীর সদস্য ও সীমান্তরক্ষী সদস্যসহ ২৩০ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। অপরদিকে চুক্তি অনুযায়ী, ২৪৮ জন রুশ বন্দিকে মুক্তি দিয়েছে ইউক্রেন। গত বছর আগস্টের পর থেকে এটিই প্রথম বড় বন্দি বিনিময়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমাদের লোকজন বাড়ি ফিরে এসেছে। রাশিয়ার বন্দিদশা থেকে ২০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবন্দি বিনিময়ের আলোচনাটি কঠিন ছিল।
ইউক্রেন জানিয়েছে, মুক্ত করা সেনাদের মধ্যে কৃষ্ণ সাগরের স্নেক দ্বীপের সাতজন রয়েছেন। এছাড়া, মুক্তিপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন চেরনোবিল অঞ্চলের বন্দি ন্যাশনাল গার্ডস ম্যান এবং মারিউপোলের আজভস্টল স্টিল প্ল্যান্টের যুদ্ধে আটক হওয়া সেনারা। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তিতে মধ্যস্থতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে উভয় পক্ষ। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার বন্দিদশা থেকে ৪৮ বারে প্রায় দুই হাজার ৫৯৮ জনকে মুক্ত করা হয়েছে। মুক্ত হওয়া কিছু ইউক্রেনীয় যুদ্ধবন্দি বলেছেন, ‘মারধর ও বৈদ্যুতিক শকসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমরা।’