টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদের সামনে সিরিজ জয়ের লক্ষ্য, সঙ্গে ভারতকে হোয়াইটওয়াশ করারও সুযোগ। সেই লক্ষ্যে টস জিতে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

বুধবার (৩ জানুয়ারি) কেপটাউনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দক্ষিণ আফ্রিকার হয়ে টেম্বা বাভুমার পরিবর্তে টস করতে নামেন এলগার। এটি তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায়ী টেস্ট টসভাগ্য সহায় হয়েছে এলগারের।

দক্ষিণ আফ্রিকা একাদশ

ডিন এলগার (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, ত্রিসতান স্টাবস, কাইল ভেরিনে, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, নান্দ্রে বার্জার, লুঙ্গি এনগিদি।

ভারত একাদশ

যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমার।