যুব বিশ্বকাপের দল ঘোষণা

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে প্রথম বৈশ্বিক শিরোপা এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব দলের হাত থেকে এরপর তারা এনে দিয়েছে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও। এবার আবারও হাতছানি বিশ্বকাপের । দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে যাওয়া যুব বিশ্বকাপ কিছুদিন পরই। আর সেই লক্ষ্যে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর বৈশ্বিক এই আসর সামনে রেখে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই ১৫ সদস্যের বাইরে আরও ৫ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।

বর্তমানের এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন নীতি নির্ধারকরা। দীর্ঘদিন পরে আবারও ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরেকটা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে বর্তমান দলটি। প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া রাব্বি-শিবলি-আরিফুলদের নিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরাও। সেজন্য দল সাজানো হয়েছে বেশ সতর্কতার সঙ্গে।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।