স্টাফ রিপোর্টার : বিএনপি থেকে বহিষ্কৃত এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট দায়ের করেন।
বুধবার (২৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।