জন্মদিনে মেয়েকে নিয়ে জিএম কাদের আবেগঘন স্ট্যাটাস

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : জন্মদিনে মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

মেয়ের জন্মদিনে দেওয়া স্ট্যাটাসে আলোচিত এই রাজনীতিবিদ লিখেছেন, মা মিমি, আজ ২৭ ডিসেম্বর, তোমার জন্মদিন। অনেক কথা তোমাকে ঘিরে আজ মনে পড়ছে। তুমি খুব সাবধানী ছিলে, ছোট কাল থেকেই। হাঁটতে পারো, কিন্তু পড়ে যাবে না এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত হাঁটা শুরু করোনি। সে সময় ছোট ভাই ওপেল আমার সঙ্গে থাকতো। সে এক দিন দেখে তুমি স্বাচ্ছন্দ্যে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে। ওপেল সবাইকে ডেকে বলল, আরে দেখ মিমি তো সুন্দর হাঁটতে পারে। শুনেই হাঁটা থামিয়ে তুমি বসে গেলে। তোমার এই গোপন কথাটা হঠাৎ জানাজানি হলো, যা তুমি পছন্দ করনি।

তিনি আরও লিখেন, একদম ছোট্ট তুমি, তোমাকে নিয়ে বাসার সামনে মাঠে হাঁটতে যেতাম। কোল থেকে নেমে আঙ্গুল ধরে আমার সঙ্গে তুমি হাঁটতে। একটু পরপর তুমি আমার হাতের আঙ্গুল বদল করে অন্য আঙ্গুল ধরতে। তখন থেকেই আমার প্রতি তোমার আস্থার অভাব ছিল মনে হয়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ সহোদর লিখেন, আর একটু বড় হলে আমার সাথে গাড়িতে উঠতে। আমি গাড়ি চালাতাম, তুমি পাশে থাকতে। সিটে বসতে না, সিটের সামনে দাঁড়িয়ে থাকতে ড্যাশ বোর্ড ধরে। সামনের কাঁচ দিয়ে রাস্তায় তোমার চোখ থাকতো। ঢাকার রাস্তার অবস্থা অনেক জায়গায় খুব খারাপ ছিল। প্রায়ই খানাখন্দে গাড়ি পড়তো। তুমি আমাকে ধমক দিয়ে বলতে, ‘তুমি গাড়ি চালাতে পার না, খালি গর্তে পড়’। হ্যাঁ রে মা, আমি জীবনের গাড়ি কোনো দিন ঠিক মতো চালাতে পারিনি, সব সময় গর্তে পড়েছি। উঁচু-নিচু পথ পেরিয়ে শেষ প্রান্তে এখন।

তিনি লিখেন, তোমাদের স্মৃতি আমার সবচেয়ে বড় সম্পদ। তোমাদের সুন্দর জীবন আমার সবচেয়ে বড় অর্জন। ভালো থাক আজীবন, সুস্থ থাক, সুন্দরতম হোক আগামী ভবিষ্যৎ। ২০০০ সালের ১৭ নভেম্বর জিএম কাদেরের মেয়ে ইশরাত জাহান কাদেরের সঙ্গে অভিনেতা মাহফুজ আহমেদের বিয়ে হয়।