অস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতার রহস্যজনক মৃত্যু

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা লি সান কিয়োন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রাণকেন্দ্রের একটি পার্কের পাশে থাকা গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লি সান কিয়োনের বয়স হয়েছিল ৪৮ বছর। কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন তিনি।

লি সান কিয়োনের বিরুদ্ধে গত অক্টোবরে অবৈধ মাদক গ্রহণের অভিযোগে তদন্তে নামে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই অভিনেতাকে দক্ষিণ কোরিয়ার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত। এর মধ্যেই তাঁর মৃত্যু হলো। দক্ষিণ কোরিয়ার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন লি সান কিয়োন। তাঁর মৃত্যুতে নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাদক–কাণ্ডে লি সান কিয়োনের নাম জড়ানোর পর টিভি সিরিজ ‘নো ওয়ে আউট’ থেকে বাদ পড়েছিলেন তিনি। ব্যক্তিগতজীবনে লি সান কিয়েন বিবাহিত, তিনি দুই সন্তানের বাবা এবং তাঁর অভিনয়জীবন দুই দশকের বেশি সময়ের। লি সান কিয়োন কয়েক ডজন চলচ্চিত্র ও টিভি শোতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘প্যারাসাইট’ ২০২০ সালের অস্কার আসরে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার পায়।