আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি ফ্ল্যাট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এক নারী এবং তার চার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
প্যারিস থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত মেক্স শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় প্রসিকিউটর বলেন, একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একটি ওয়েবসাইটের প্রতিবেদনে প্রথম এই ঘটনা সামনে আসে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পারলেই হয়তো এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি মিডিয়াকে নিশ্চিত করেছেন যে, ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস এই ঘটনা তদন্ত করছে।
প্যারিসে সাম্প্রতিক সময়ে শিশু হত্যার ঘটনা বেশ বেড়ে গেছে। গত নভেম্বরের শেষের দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন। প্যারিসের দক্ষিণ-পূর্ব শহরতলির আলফোর্টভিলে শহরের পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধার করে।
এর আগে গত অক্টোবরে, এক পুলিশ সদস্য তার তিন মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। ভাল-ডিওইসির ভেমার্স এলাকায় ওই ঘটনা ঘটে।